BN/690328b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হাওয়াই

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই জপ এবং শ্রবণ এত পুণ্যবান যে তোমার হৃদয় পরিষ্কার হবে, এবং তুমি বুঝতে পারবে ভগবান কি - ভগবান কি, তার সাথে তোমার সম্পর্ক কি, তার কাজ কি, তোমার কি কাজ। এই সমস্ত আপনা থেকেই হবে, ধীরে ধীরে। কিছু সময় লাগবে..... ঠিক যেমন একটা রোগ সারতে কিছু সময় লাগে, এরম নয় যেই ওষুধ খেলো এবং তখনি সে সুস্থ হল। তৎক্ষনাত সে সেরে যেতে পারে, অবশ্যই, যদি সে মনোযোগ সহকারে শ্রবণ করে। কিন্তু তা সম্ভব নয়, কারণ আমরা জড়জগতে কলুষিত। অল্প একটু সময় লাগে। কিন্তু এই যুগের এই একটাই পদ্ধতি। তুমি কেবল এই মন্ত্র জপ কর, হরে কৃষ্ণ, এবং শ্রবণ কর, এবং যদি সময় থাকে তাহলে গ্রন্থ পর। সেটাও শ্রবণ।"
৬৯০৩২৮ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০২.০৬ - হাওয়াই