BN/690409 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এই ছেলেটি, যদিও নাস্তিক পরিবারে জন্মগ্রহণ করেছে, তার পিতা মস্ত নাস্তিক - কিন্তু যেহেতু একজন মহান ভক্তের কৃপা প্রাপ্ত ছিল এই ছেলেটি -নারদের, সে একটি মহান ভক্তে পরিণত হল। এখন সে কোথায় কৃষ্ণভাবনামৃত প্রচার করবার উদ্যোগ নিল? তার বিদ্যালয়। তার বিদ্যালয়। তিনি পাঁচ বছরের শিশু ছিলেন, কিন্তু যেই সুযোগ পেতেন তিনি কৃষ্ণভাবনামৃতের প্রচার করতেন। এটা তার কাজ ছিল। এবং কতবার তার পিতা তার শিক্ষকদের ডেকে পাঠিয়েছিলেন, 'তো, কি শিক্ষা দিচ্ছ তোমরা আমার ছেলেটিকে? সে হরে কৃষ্ণ কেন জপ করছে? (হাসি) তোমরা আমার ছেলেটিকে কেন নষ্ট করে দিচ্ছ?(হাসি) দেখ। সুতরাং এরকম ভেবনা যে আমি এই ছেলে মেয়ে গুলোকে হরে কৃষ্ণ জপ করবার শিক্ষা দিয়ে নষ্ট করে দিচ্ছি।" (হাসি)

৬৯০৪০৯ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০১ - নিউ ইয়র্ক