BN/690409b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জড় জাগতিক জীবন মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তি, এবং বৈরাগ্য বিদ্যা, বা ভক্তি, মানে শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করা। ব্যাস। জড় জাগতিক ভালোবাসা এবং রাধা-কৃষ্ণের প্রেমের মধ্যে কি তফাৎ? পার্থক্য হচ্ছে, এই জগতে, দু পক্ষ, এরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির করবার চেষ্টা করছে। এটা কোনো ব্যাপার নয়। যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তাদের উদ্দেশ্য হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করা। কিন্তু গোপী গণ; গোপবালকেরা সবাই, মা যশোদা, নন্দ মহারাজ, বৃন্দাবনের সবাই। সুতরাং তারা সবাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে প্রস্তুত।"

৬৯০৪০৯ - প্রবচন - নিউ ইয়র্ক