BN/690410b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আধ্যাত্মিকভাবে উন্নত ব্যক্তির চিন্ময় দেহ থাকে। একই উদাহরণ, যা আমি অনেকবার দিয়েছি, ঠিক এক লোহার শিকের মতো। তাকে তুমি আগুনে দেও, তা গরম হবে, আরো গরম হবে। যত সেটা আগুনের সংস্পর্শে থাকবে, তা গরম, গরম, গরম হতে থাকে। এবং শেষে তা লাল হয়ে যায়, তো সেই সময়, যদি সেটা কিছুকে স্পর্শ করে তা পুড়ে যায়। সেটা লোহার মতো কাজ করবেনা; আগুনের মতো হয়ে যায়। তেমনি, এই কৃষ্ণভাবনামৃত দ্বারা, অনবরত জপ, তোমার দেহ চিন্ময় হয়ে উঠবে। তখন, তুমি যেখান যাবে, যা কিছু স্পর্শ করবে, তা চিন্ময় হয়ে যাবে। তেমনি, এই লোহা... আধ্যাত্মিক না হলে, লাল না হলে, যদি কিছু স্পর্শ করো, কোনো কাজ হবেনা। সুতরাং আমরা প্রত্যেকেই, যারা এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনে যোগদান করেছি, ভবিষ্যতে প্রচার করবো এবং গুরু হবো এটা প্রত্যাশিত। কিন্তু সর্বপ্রথম তোমাকে আধ্যাত্মিক হতে হবে; নাহলে সব বৃথা।"
৬৯০৪১০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০২.০১.০১-৪ - নিউ ইয়র্ক