BN/690410 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আজ আমি আমেরিকান বা ভারতীয়, কাল বা আগামী জীবনে, আমি জানিনা আমার কি হবে। কিন্তু দেহ ধ্বংস হয়ে যাবে। আমি এই দেহ আর কখনো পাবনা। আমি অন্য দেহ পাবো। হয়তো দেবতার দেহ, গাছের দেহ, বা পশুর দেহ- আমাকে আর একটি দেহ পেতেই হবে। তো জীবের এই ভাবে ঘুরে বেড়াচ্ছে বাসাংসি জীর্ণানি (গীতা ২। ২২)। ঠিক যেমন আমরা একটা জামা ছেড়ে অন্য একটা পরি, তেমনি মায়ার প্রভাবে আমরা বিভিন্ন পরিস্থিতি বদল করছি। মায়া আমাকে বাধ্য করছে। প্রকৃতেঃ ক্রিয়মাননি গূণৈঃ কর্মাণি (গীতা ৩। ২৭)। যখনি আমি কিছু বাসনা করছি তৎক্ষণাৎ আমার দেহ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই একরকমের দেহ তৈরি হচ্ছে, যখনি আমি পরিবর্তনের জন্য তৈরি হয়ে যাব, আমি আমার ইচ্ছানুসারে দেহ পাবো। তার আমাদের সর্বদা শ্রীকৃষ্ণের ইচ্ছা করা উচিত।"
৬৯০৪১০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০২.০১.০১-৪ - নিউ ইয়র্ক