BN/690417 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আরাধিত যদিহরিস তপসততঃ কিং (নারদ পঞ্চরাত্র) গোবিন্দ আদি পুরুষ তাঁকে হরি বলা হয়ে থাকে। হরি মানে যে সমস্ত দুর্দশা হরণ করে নেয়। সেটা হরি। হরা। হরা মানে নিয়ে নেওয়া। হারাতে। সুতরাং, ঠিক যেমন চোর ও নিয়ে নেয়, কিন্তু সে কিছু মূল্যবান জিনিস নেয়, জাগতিক ভিত্তিতে, কখনো কখনো শ্রীকৃষ্ণ আমাদের জাগতিক মূল্যবান বস্তু নিয়ে নেন, বিশেষ কৃপা প্রদর্শন করবার জন্যে। যস্যাহমনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনং শনৈঃ(ভাগবত ১০। ৮৮। ৮)।"
৬৯০৪১৭ - প্রবচন - নিউ ইয়র্ক