BN/690423 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বাফেলো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো তপঃ দিব্যম যেন শুদ্ধ্যেৎ সত্ত্বম। তোমার শুদ্ধি করণ হবে। যেই মুহূর্তে তোমার শুদ্ধি করণ হবে। পশু এবং মানব জীবনের তফাৎ হলো, মানব জীবনে, অস্তিত্ব, বেশি শুদ্ধ। তার পশুর থেকে উন্নত চেতনা। তেমনি, তুমি যদি নিজের অস্তিত্বকে আরো শুদ্ধ করো, তোমার আধ্যাত্মিক অস্তিত্ব স্থাপন হচ্ছে, যা কিনা পূর্ণ শুদ্ধ জীবন।"
৬৯০৪২৩ - প্রবচন - বাফেলো