BN/690512 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলম্বাস

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা প্রত্যেকেই দুষ্ট, জন্মগতভাবে অজ্ঞ। কিন্তু আমরা অনুমোদিত স্থান থেকে ভগবানের বার্তা গ্রহণ করার ক্ষমতা পেয়েছি।যা আমরা পেয়েছি। তাই ভাগবত বলেছেন, পরভাবস্ ত্বদ্বধা যতঃ (শ্রীমৎভাগবত ৫/৫/৫): 'সকল জীব যারা জন্মগতভাবে অজ্ঞ, তারা সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সভ্যতার উন্নতির জন্য যা কিছু করছে, এই ধরনের সব কাজই পরাজয়, যদি সে জিজ্ঞাসা না করে যে সে কী'। পরভাবস্ ত্বদ্বধা যতঃ যবন্ না জিজ্ঞাসাতা্ আত্ম তত্ত্বম্। আত্মতত্ত্বম্। 'যতক্ষন কেউ জিজ্ঞেস করে না, 'আমি কে? ভগবানে কে? এই বস্তুগত প্রকৃতি কি? এই কার্যক্রম কি? আমাদের সম্পর্ক কি- যদি এই অনুসন্ধানগুলি না থাকে, তাহলে আমাদের সমস্ত কার্যক্রম কেবল পরাজয়। পরভাবস্ ত্বদ্বধা যতঃ যবন্ না জিজ্ঞাসাতা্ আত্ম তত্ত্বম্। যবন্ ন প্রীতির ময়ী বাসুদেবে্: 'যতক্ষন কেউ ভগবানের প্রতি তার সুপ্ত ভালোবাসা গড়ে তোলে না', ন মূচ্ছতে দেহ যোগেন তত্ত্বত্ (শ্রীমৎভাগবত ৫/৫/৬), 'ততদিন সে এই বারবার জন্ম -মৃত্যু এবং আত্মার স্থানান্তর থেকে বেরিয়ে আসতে পারবে না। "
690512 - প্রবচন ওহিও স্টেট ইউনিভার্সিটিতে অ্যালেন গিন্সবার্গের সাথে - কলম্বাস