BN/690512b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলম্বাস

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আপনি যাই বস্তুগত শক্তি বা আধ্যাত্মিক শক্তি বা প্রান্তিক শক্তি, ভগবানেরই সমস্ত শক্তি, কৃষ্ণের শক্তি কিন্তু তারা ভিন্নভাবে কাজ করছে। সুতরাং, এখন পর্যন্ত আমি প্রান্তিক শক্তি, যদি আমি বস্তুগত শক্তির নিয়ন্ত্রণে থাকি, তাহলে সেটা আমার দুর্ভাগ্য। কিন্তু যদি আমি আধ্যাত্মিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হই, তাহলে এটাই আমার সৌভাগ্য। তাই ভগবদ্গীতিতে বলা হয়েছে,মহাত্মানস তূ মাম্ পার্থ দৈবিম্ প্রকৃতিম্ আশ্রিতঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ৯/১৩)। তারা আধ্যাত্মিক শক্তির আশ্রয় নেয়, তারা মহাত্মা। এবং তাদের লক্ষণ কি: ভজন্তি অনন্য মানষঃ,কেবল ভক্তিমূলক সেবায় নিয়োজিত। ব্যাস,এটি যথেষ্ট।"
৬৯০৫১২ - কথোপকথন অ্যালেন গিন্সবার্গের এর সহিত - কলম্বাস