BN/690609 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং এই আন্দোলন, কৃষ্ণ ভাবনাময় আন্দোলন, আমি বলতে চাইছি, সবকিছু মসৃণ করবে, সবকিছুকে সুগম করবে । সুতরাং তাদের অবশ্যই জানা উচিত। এবং আমাদের প্রক্রিয়াটি খুবই সহজ। আমরা এই প্রক্রিয়াটি এমনকি কারখানায়, এমনকি যে কোনও জায়গায় চালু করতে পারি, এবং আমরা সবকিছুই শান্তিপূর্ণ করতে সক্ষম। চেতোদর্পনমার্জনং (শ্রীচৈতন্য চরিতামৃত অন্ত্য ২০/১২, শিক্ষাষ্টক ১)। এটি পরিষ্কার করার প্রক্রিয়া। সবকিছু নোংরা। তাই আমরা মানুষকে পরিষ্কার এবং শান্তিপূর্ণ ও সুখী করতে চাই। এটাই আমাদের মিশন। আমাদের মিশন অর্থ সংগ্রহ নয়, যে "আমাকে তোমার টাকা দাও, এবং আমাকে ভোগ করতে দাও।" আমরা তা নই। টাকা ..., আমরা অনেক টাকা পেয়েছি। শ্রীকৃষ্ণ আমাদের ... পুরো ধন শ্রীকৃষ্ণের। য়ং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ৬/২২)। শ্রীকৃষ্ণ এত মূল্যবান, যদি কেউ শ্রীকৃষ্ণকে পায়, সে আর কিছু চায় না। "
৬৯০৬০৯ - কথোপকথন - নব বৃন্দাবন,আমেরিকা