BN/690610 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন


BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রথমে আমরা অপরাধ যুক্ত নাম করি- দশ রকম অপরাধ। তার মানে এই নয় যে আমরা জপ করবো না। অপরাধ হলেও, আমাদের জপ চালিয়ে যাওয়া উচিত। সেই জপের দ্বারা আমরা ওই স্তর থেকে বেরিয়ে আসবো। অবশ্যই, আমাদের অপরাধ না করবার চেষ্টা করা উচিত। তাই দশবিধ নাম অপরাধের তালিকা দেওয়া আছে। আমাদের এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। যখন অপরাধ মুক্ত জপ হবে, তখনি মুক্ত পর্যায়। তা মুক্ত পর্যায়। এবং এই মুক্তস্থরের পরে, জপ খুব আনন্দদায়ক হবে কারণ এটা চিন্ময় স্তরের, যা আসলে কৃষ্ণপ্রেম এবং ভগবানের প্রতি ভালোবাসার স্বাদ উপভোগ করবে।"
৬৯০৬১০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৫.১১-১২ - নববৃন্দাবন, যুক্তরাষ্ট্র আমেরিকা