BN/690616b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা জড় প্রকৃতির কবলে আছি। সেই ... কর্মণা দৈব নেত্রেণ (শ্রীমদ্ভাগবত ৩/৩১/১)। তুমি নির্দিষ্ট উপাদান মানের প্রভাবে কাজ করছেন, এবং তুমি তোমার পরবর্তী জীবন প্রস্তুত করছো। তুমি বলতে পারো না, 'ঠিক আছে, আমি খুব খুশি। আমি ... আমি আমেরিকায় জন্মগ্রহণ করেছি। আমার জাতি খুবই মহান জাতি, এবং আমরা খুব ধনী। তাই আমি, পরবর্তী জীবনেও, আমি আমেরিকায় আসব। আমি এখানে আমার জন্ম নেব এবং এভাবে ভোগ করব। ওহ, এটা তোমার হাতে নেই। তা তুমি বলতে পারো না। সেটা হল দৈবনেত্রেন। দৈব। দৈব মানে যা অতিপ্রাকৃত শক্তিতে আছে। দৈব। একই বিষয়: দৈবী হ্যেষা গুণময়ী মম মায়া (শ্রীমদ্ভগবদ্গীতা ৭/১৪)।. তুমি বলতে পারো না। দৈবনেত্রেন। তুমি তোমার জীবন প্রস্তুত করছো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে সুযোগ দেবে। তুমি যদি নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করো, তাহলে তুমি ভাল সুযোগ পাবে; তুমি উচ্চ গ্রহে জন্মগ্রহণ করতে পারো। অথবা যদি তুমি নিজেকে প্রস্তুত করো ..., নিজেকে সুন্দরভাবে, তাহলে তুমি এমনকি শ্রীকৃষ্ণের কাছে যেতে পারো এখন এটা তোমার পছন্দ। "
৬৯০৬১৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০৫/১৩ - নব বৃন্দাবন, আমেরিকা