BN/690911 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
'শ্রীল প্রভুপাদ : যদি মন্ত্রের ক্ষমতা থাকে, তালে সবার সেই সুবিধাটা নেওয়া উচিত। সেটা গোপন কেন থাকবে?
জর্জ হ্যারিসন : সব মানুষ এই মন্ত্রটা পাবে যেটা আমরা পেয়েছি, কিন্তু শুধু এটা যে তাদের আটা কারুর থেকে পেতে হবে। আমরা তাদেরকে আটা দিতে পারবোনা, কিন্তু আটা সবার জন্য উপলভ্য। 

শ্রীল প্রভুপাদ : হ্যাঁ। মন্ত্র, যদি সেটা মূল্যবান হয়ে, তালে সেটা সবার জন্য মূল্যবান। কেন এটা কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য হবে? জন লেনন : যদি সব মন্ত্রী হয়ে ...... সব মন্ত্র শুধু ভগবানের নাম। সেটা গোপন মন্ত্র হোক বা খোলাখুলি মন্ত্র হোক। তো সেটা খুব একটা পার্থক্য করে না, করে কি, যেটা আপনি গান? শ্রীল প্রভুপাদ : না। ঠিক যেমন অসুধের দোকানে তারা সব রজার অসুধ বিক্রি করে, যেই রোগের চিকিৎসা আছে। কিন্তু তাও, তোমাকে ডাক্তারের ব্যবস্থাপত্র নিতে হবে, কোন এক ধরণের নির্দিষ্ট অসুধ নিতে গেলে। তারা তোমাকে সরবরাহ করবে না। যদি তুমি ওষুধের দোকানে যাও এবং গিয়ে বলো, ' আমি অসুস্থ, তুমি আমাকে যেকোনো একটা ওষুধ দাও,' সেটা হলো না ..... সে তোমাকে জিজ্ঞেস করবে,' আপনার ডাক্তারের ব্যবস্থাপত্র কোথায়?' তো ঠিক সেরকম, এই যুগে, এই কালী যুগে,এই মন্ত্র, হরে কৃষ্ণ মন্ত্র, শস্ত্র নির্ধারিত করা আছে, এবং মহান মহারথীরা,আমরা তাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মানি, শ্রীচৈতন্য মহাপ্রভু , তিনি এটা প্রচার করেছেন। তাই জন্য আমাদের নীতি সবার অনুসরণ করা উচিত। মহাজন য়েন গতঃ সাঃ পন্থা।(চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ১৭ .১৮৬)। আমাদের মহান পূর্ব আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। সেটাই হলো আমাদের ব্যবসা।'

৬৯০৯১১ - কথোপকথন জন লেনন এবং উক অন এবং জর্জ হ্যারিসনের সাথে - টিটেনহার্স্ট