BN/690912 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টিটেনহার্স্ট

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" উচ্চ চেতনা বা নিম্ন চেতনা কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা নির্মাণ হয়ে। চেতনা সব কিছুতে আছে, প্রত্যেকটা জীবের মধ্যে আছে। শুধু মাত্র মানুষের মধ্যে নয়, পশুদের মধ্যেও আছে, চেতনা আছে সবার মধ্যে। কিন্তু তফাৎ টা হলো, শ্রী কৃষ্ণকে ছাড়া যে চেতনা তাকে বলে নিম্ন চেতনা, এবং শ্রী কৃষ্ণের সমন্বয়ে চেতনা বিভিন্ন পর্যায়ে , তাকে বলা হয়ে উচ্চ চেতনা। যখন চেতনা পুরো পুরি শ্রী কৃষ্ণের , সেটাই হলো সবচেয়ে উচ্চতর স্থান , অথবা সেটাই হলো জীবের আসল স্থান। "
৬৯০৯১২ - প্রবচন শ্রীমদ ভাগবত ০৫ .০৫ .০১ - টিটেনহার্স্ট