BN/690915 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এই আন্দোলন কেবল তোমার চেতনাকে জাগরিত করবার জন্য, আসল চেতনা। প্রকৃত চেতনা হলো কৃষ্ণভাবনামৃত। এবং অন্য যা চেতনা তুমি সংগ্রহ করেছো, তা সব অনিত্য এবং মিথ্যে। "আমি ভারতীয়", "আমি বিলাতি", "আমি এই", "আমি সেই" -সব উপরিউপরি। আসল চেতনা হলো অহম ব্রহ্মাস্মি। সুতরাং শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি পাঁচশত বছর আগে বাংলায়, ভারতে এই আন্দোলন শুরু করেছিলেন, তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস (শ্রীচৈতন্য চরিতামৃত মধ্য লীলা ২০। ১০৮), যে আমাদের আসল পরিচয়, আসল পরিস্থিতি হলো, আমরা শ্রীকৃষ্ণের অংশ, বা ভগবানের অংশ। তাহলে তুমি বুঝতে পারছ তোমার কি কর্তব্য।"
৬৯০৯১৫ - প্রবচন কন্বয় হলে- লন্ডন