BN/690915b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমরা এটা হরি নামের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করছি। তুমি আমাদের সঙ্গে যোগদান করো, আমাদের বোঝার চেষ্টা করো, আমাদের তত্ত্ব কে বোঝার চেষ্টা করো। আমাদের মাসিক সাময়িক পত্রিকা রয়েছে, ভগবৎ দর্শন। আমাদের অনেক প্রকাশনা আছে , ভগবদ গীতা যথা যথ, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। যদি তুমি এই আন্দালনকে তত্ত্ব, বিজ্ঞান, ঝগড়ার মাধ্যম দিয়ে বুঝতে চাও আমরা তৈরী আছি তার জন্য। তোমার জন্য অনেক সুযোগ আছে। কিন্তু যদি তুমি শুধু হরিনাম জপ করো, তালে কোনো শিক্ষার দরকার নেই, কোনো তত্ত্ব কে প্রয়োজন নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম হরে রাম রাম রাম হরে হরে জপ করো এবং সবকিছু লাভ করো। "
৬৯০৯১৫ - কন্বয় হলে প্রবচন - লন্ডন