BN/690926b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং এর, আমাদের বৈজ্ঞানিক মূর্খ সব। তারা বলে, চাঁদে কোনো জীবের বসতি হতে পারেনা, চাঁদে বা সূর্য। "তারা এভাবে বলে। কিন্তু আমাদের বৈদিক সাস্ত্রে এরকম বলা নেই। জীবেরা বলা আছে, সর্বগ। তারা যেকোনো জায়গায় যেতে পারে, এবং তারা যেখানে ইচ্ছে থাকতে পারে। সর্বগ। সর্ব মানে সব, গ মানে যাওয়া। তুমি যেতে পারো। ঠিক যেমন লন্ডন শহরে, তুমি এখন বসে আছো, তুমি অন্য কোথাও যাও, তেমনি তুমি বিশ্বের অন্য প্রান্তে যেতে পারো বা ভগবানের সৃষ্টির যেকোনো কোথাও যেতে পারো। জড়জগৎ আছে আর চিন্ময় জগৎ আছে। তুমি সব জাগায় যেতে পারো। কিন্তু তোমার সেখানে যাওয়ার যোগ্যতা থাকতে হবে।"
৬৯০৯২৬ - প্রবচন - লন্ডন