BN/691001 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টিটেনহার্স্ট

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"দীক্ষা মানে হলো নিজের সাথে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর নিত্য সম্পর্ক পুনর্স্থাপন করা এবং নিজেকে এই জড়জগতের বাঁধন থেকে মুক্ত করে ভাগবত ধামে ফিরে যাওয়া, পুনরায় নিজের বাড়িতে ফিরে যাওয়া এবং সেখানকার নিত্য জ্ঞান এবং আনন্দের জীবন উপলব্ধি করা। এই তাই হলো কৃষ্ণা ভাবনামৃত আন্দলন। কৃষ্ণা ভাবনামৃত আন্দোলন মানে হলো নিজেকে সর্বদা বিষ্ণু ভাবনাময়ে বা কৃষ্ণা ভাবনাময়ে রাখা। যাতে মৃত্যুর সময়ে যদি তিনি বিষ্ণু ভাবনামযে থাকে তালে তিনি বিষ্ণু লোকে অথবা কৃষ্ণা লোকে সঙ্গে সঙ্গে গমন করতে পারবে এবং তার এই মনুষ্য জীবন সার্থক হবে। "
৬৯১০০১ - দীক্ষা এবং বিবাহে প্রবচন - টিটেনহার্স্ট