BN/691130 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কীর্তন মানে এই নয় যে তুমি যা কিছু কেই বর্ণনা বা মহিমান্বিত করতে পারো, সেটাই কীর্তন হয়ে যাবে। ব্যাকরণের অর্থে তা কীর্তন হতে পারে, কিন্তু বৈদিক শাস্ত্র মতে, তুমি যখন কীর্তনের কথা বলবে, সেই কীর্তন মানে হলো পরমেশ্বর কর্তৃপক্ষের, পারলাম সত্যের, পরমেশ্বর ভগবান , শ্রী কৃষ্ণের গুনা গান করা। " |
৬৯১১৩০ - প্রবচন সংকীর্তনে - লন্ডন |