BN/700115b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এখানে বলা হয়েছে যে, যদি কোন ব্যক্তি স্বল্প সময়ের জন্যও কৃষ্ণভাবনাময় হয়, সকৃৎ, মনঃ, যদি তার মন কোন না কোনও ভাবে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিবদ্ধ হয়, তাহলে, এমনকি স্বপ্নেও তাকে কখনও যমালয়ে যে শাস্তি দেয়া হয় তা দেখতে হবে না। অর্থাৎ, কৃষ্ণভাবনাময় ব্যক্তিকে যমরাজ বা তার দূত বা তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনও স্পর্শও করবে না, এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চয়তা দেয়া হচ্ছে।"
৭০০১১৫ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/১৯ - লস্‌ এঞ্জেলেস্‌