BN/700117 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"বৈদিক সভ্যতা মানে হচ্ছে মানুষকে এমনভাবে প্রশিক্ষিত করে তোলা,যাতে চূড়ান্ত পর্যায়ে সে আধ্যাত্মিক চেতনায় উপনীত হতে পারে এবং এই জগতে তার প্রকৃত অবস্থান এবং ভগবানের সাথে তার সম্পর্ক কি,এই বিষয় সে অনুধাবন করতে পারে এবং সেই অনুযায়ী আচরণ করতে পারে , আর এইভাবে সে তার মানব জীবনের সর্বোত্তম সদ্ব্যবহার করতে পারে । এর অর্থ হচ্ছে জীবনের চুরাশি লক্ষ প্রজাতি পরিভ্রমণের পরিসমাপ্তি ঘটানো এবং নিজেকে এই জটিলতা থেকে মুক্ত করা ।"
৭০০১১৭ - প্রবচন শ্রীমদ্ভাগবতম ০৬/০১/২১ - লস্‌ এঞ্জেলেস্‌