BN/700518b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তুমি যদি তোমার চোখকে ভগবদভক্তির প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত কর,তাহলে তুমি ভগবানকে সর্বত্র দর্শন করতে পারবে। সন্ত সদৈব হৃদয়েসু বিলোকয়ন্তি। হ্যাঁ, এই ভক্তি । এটিই হচ্ছে ভগবানকে জানবার উপায়। আর ভগবানের প্রতি এই ভক্তি বা ভালোবাসা শুধুমাত্র সেবার দ্বারাই বৃদ্ধি পাবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। সেবন্মুখে হি জিহবাদৌ (ভক্তি রসামৃত সিন্ধু ১।২।২৩৪) । তুমি যত সেবার মনোভাব বাড়াবে, তত তোমার সুপ্ত কৃষ্ণপ্রেম বৃদ্ধি পাবে এবং যখনই তুমি ভগবদ ভক্তির পরিপূর্ণ স্তরে পৌঁছে যাবে, তখন তুমি সর্বত্র ভগবানকে দর্শন করবে, প্রতি মুহূর্তে। চব্বিশ ঘন্টাই তুমি দর্শন করতে পারবে। অনেক ধন্যবাদ।"
৭০০৫১৮ - প্রবচন ঈশোপনিষদ১ ১৩-১৫ - লস্‌ এঞ্জেলেস্‌