BN/700614 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং আমরা সবাইকে সুযোগ দিচ্ছি : তুমি তৃতীয়,চথুর্ত,পঞ্চম,কিংবা দশম যেই শ্রেণীরই হওনা কেন সেটা কোনো ব্যাপার নয়। তুমি যাই হওনা কেন, তুমি প্রথম শ্রেণীর হওয়ার জন্য আসো। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।আমাদের কোনো ভেদাভেদ নেই। শ্রীকৃষ্ণের কাছে এই ধরনের কোনো ভেদাভেদ নেই। সেটি শ্রীকৃষ্ণ বলছেন:

মাং হি পার্থ ব্যপাশ্রিত্য যে পি স্যূহ পাপ যন্ত্যঃ (ভগবদ গীতা ৯।৩২) "আমার প্রিয় অর্জুন, যদি কেউ কৃষ্ণভাবনামৃত গ্রহণ করে , তার অতন্ত্য খারাপ পরিবারে জন্ম হলেও সেটা কোনো ব্যাপার না, 'স্ত্রিয়ো বৈশ্যাস্তথা শুদ্রাস' , অথবা এই মানব সমাজের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ যেমন শুদ্র বা নারী। কোনো ব্যাপার নয়। সেই পুরুষবা নারী যেমনই হোক,সে যদি কৃষ্ণভাবনামৃত গ্রহণ করে ,'তে অপি যান্তি পরাং গতিম' ;তারাও সেই স্তরে উন্নীত হবে যেখান থেকে তারা ভগবদ্ধামে ফিরে যেতে পারবে।' তো আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা এরকম বলিনা যে 'তুমি এসোনা'। আমরা সবাইকে আমন্ত্রণ জানাই।'প্রসাদ পাও আর জপ করো।' এটাই আমাদের কর্মসূচি ।"

৭০০৬১৪- শ্রীল বলদেব বিদ্যাভূষণের আভির্ভাব তিথি উপলক্ষে প্রবচন-- লস্‌ এঞ্জেলেস্‌