BN/701110 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঈশ্বরঃ সর্বভূতানাম্‌ হৃদ্দেশেহর্জুন তিষ্ঠতি (গীতা ১৮/৬১)। তিনি সকলের হৃদয়েই বিরাজমান। অন্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম্‌ (ব্রহ্ম সংহিতা ৫/৩৫)। তিনি এই ব্রহ্মাণ্ডের মধ্যেও আছেন আবার প্রতিটি পরমাণুর মধ্যেও আছেন। সর্বত্র। সব জায়গাতেই বিরাজমান। অখিলাত্মভূতো । গোলোক এব নিবসতি (ব্রহ্ম সংহিতা ৫/৩৭)। যদিও তিনি গোলোক বৃন্দাবন ধামে থাকেন, তবু তিনি সব জায়াগাতেই রয়েছেন। তিনি পরমাত্মা রূপে সর্বত্র থাকেন। আর সেই গোলোক বৃন্দাবনে তাঁর স্থিতি হচ্ছে ভগবানরূপে।"
৭০১১১০ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/১৪ - বোম্বে