BN/701115 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যারা ভগবান শ্রীকৃষ্ণের সেবার প্রতি অল্প মাত্রায়ও আসক্ত, তাদের জন্য, ন তে যমম্‌ পাশভৃতশ্চ তদ্‌ভটান্‌ স্বপ্নেহপি পশ্যন্তি হি চীর্ণ্নিষ্কৃতঃ, 'তাঁরা এমন কি স্বপ্নেও যমরাজ বা তাঁর দূতদের দর্শন করেন না।' কারণ মৃত্যুর সময় যারা অত্যন্ত পাপী তাদের যমালয়ে নিয়ে যাওয়া হয়। সেটিই বাস্তব সত্য। শুধু তাই-ই নয়, 'তিনি এমন কি স্বপ্নেও তাদের দেখেন না, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তাঁর এই অল্প সেবাই তাঁকে সমস্ত রকম পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত করেছে।"
৭০১১১৫ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/১৯ - বোম্বে