BN/701224b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণের সাথে আমরা আমাদের প্রকৃত সম্পর্কের কথা ভুলে গিয়েছি সেই জন্য কখনও কখনও শ্রীকৃষ্ণ নিজেই অবতীর্ণ হন, ঠিক যেমন শ্রীকৃষ্ণ এসেছিলেন, তিনি শিক্ষা দেন। তিনি তাঁর সঙ্গে আমাদের সম্পর্কের কথা মনে করিয়ে দেয়ার জন্য শ্রীমদ্ভগবদ্গীতা দিয়ে গেছেন এবং তিনি অনুরোধ করেছেন "তোমরা শুকরের মতো বাজে সব কাজ ত্যাগ কর। দয়া করে আমার কাছে ফিরে এসো। আমি তোমাকে রক্ষা করব।" সর্বধর্মান্‌ পরিত্যজ্য (গীতা ১৮/৬৬)। সেটিই শ্রীকৃষ্ণের কাজ। কারণ তিনি সমস্ত জীবের পরম পিতা। এই জগতে আমরা জীবেরা যেভাবে শুকরের মতো পচে মরছি তা দেখে তিনি সুখী হতে পারেন না। তাই এটি তাঁর কাজ। তিনি কখনও স্বয়ং আসেন, কখনও তাঁর প্রতিনিধি পাঠান, তাঁর পুত্রকে পাঠান, ঠিক যেমন প্রভু যিশু খ্রিষ্ট। তিনি বলেছেন যে তিনি তাঁর পুত্র। তা খুবই সম্ভব... কারণ সকলেই তাঁর সন্তান কিন্তু এই পুত্র মানে কোন এক বিশেষ পুত্র যিনি কোন একটি বিশেষ স্থানে অবতীর্ণ হয়েছেন সেই সময়কার সবাইকে ভগবানের কাছে ফিরিয়ে নিতে।"
৭০১২২৪ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/৪২-৪৩ - সুরাট