BN/701226 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যারা প্রকৃতপক্ষে বুদ্ধিমান, সর্ব ধর্মান্‌ পরিত্যজ্য মামেকম্‌ (ভগবদগীতা ১৮/৬৬), তারাই কেবল শ্রীকৃষ্ণের উপাসনা করেন। ব্যাস্‌। সেই ব্যক্তিই প্রকৃত অর্থে বুদ্ধিমান, কারণ সেই আরাধনার ফল স্থায়ী। যদি কেউ বিধি অনুযায়ী শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তাহলে ত্যক্ত্বা দেহম্‌ পুনর্জন্ম নৈতি (গীতা ৪/৯)। সেটিই হচ্ছেন সমাধান। এই জন্মের পড় তাঁকে আর এই জগতে ফিরে আসতে হবে না। সুতরাং সেটিই হচ্ছে জীবনের প্রকৃত সমাধান।"
৭০১২২৬ - শ্রীমদ্ভাগত প্রবচন ৬/১/৪৪ - সুরাট