BN/710105b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"শ্রীকৃষ্ণ হচ্ছেন নারী প্রলুব্ধকারী। সেটি তাঁর সর্বোত্তম লীলা, রাসলীলা। কিন্তু এই জগতে যদি কোন ব্যক্তি নারী প্রলুব্ধকারী হয়, তবে সে হবে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি। আর সেটিই হচ্ছে মানুষের ভুল যে তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে। অবজানন্তি মাম্‌ মূঢ়া (ভগবদগীতা ৯/১১)। ওরা বদমাশ, মূর্খ, মানুষীম্‌ তনুমাশ্রিতম্‌। আমাদের ইন্দ্রিয়গূলোর এই বিষয়ে যথার্থরূপে জ্ঞাত হতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সকল পরিস্থিতিতেই পরম তত্ত্ব। শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন, "দ্রোণাচার্যের কাছে গিয়ে কেবল একটু মিথ্যা কথা বল।" এটি শুনে মানুষ অবাক হয়ে যাবে যে, ভগবান কি করে একজনকে শিক্ষা দিচ্ছেন, "তুমি যাও আর এই মিথ্যা কথাটা বল"? কাজেই তারা হতবুদ্ধি হয়ে যাবে। সুতরাং একজন ব্যক্তির জন্য প্রকৃতপক্ষে সকল পরিস্থিতিতেই ভগবান শ্রীকৃষ্ণের অবস্থানটি কি সেটি ভাল করে বুঝতে হবে। আর তার জন্য বুদ্ধির প্রয়োজন।
৭১০১০৫ - কথোপকথন - বোম্বে