BN/710106 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলকাতা

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"পরম সত্য হচ্ছে তা, যা থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। তাহলে এই দুষ্টামিটা কোথা থেকে আসলো যদি তা ব্যক্তি ভগবানের মধ্যে না থাকে? চুরি করার এই প্রবণতা কোথা থেকে আসলো যদি তা ভগবানের মধ্যে না থাকে? কিন্তু যেহেতু তিনি পরম,তাই তাঁর চুরি করাটাও তাঁর আশীর্বাদের মতই মঙ্গলজনক। মাখন চোর, কৃষ্ণ মাখন চুরি করছিল, আর সেটা পূজা করা হয়। মাখন, ঠিক এই নামেই একটি মন্দির রয়েছে। ক্ষীরচোরা গোপীনাথ। গোপীনাথ ঘন দুধ চোর নামে পরিচিত। ক্ষীরচোর। তিনি এই চোর নামে খুব বিখ্যাত।
{{{5}}}