BN/710204 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং যস্যেহিতং ন বিদুঃ। কেন? যদি তারা খুব উন্নত হয়, তাহলে তারা কেন পারেনা? স্পৃষ্টমায়াঃ"তারাও মায়ার দ্বারা কুলষিত।" স্পৃষ্টমায়াঃ সত্ত্ব প্রধানঃ "তারা সত্ত্বগুণে অবস্থিত। এটা খুবই মহান গুণ, কিন্তু তবুও তারা কলুষতা থেকে মুক্ত নয়।" ঠিক যেমন আমাদের অভিজ্ঞতায় এরকম রয়েছে যে, একজন প্রথম শ্রেণীর ব্রাহ্মণ, তাকে প্রথম শ্রেণীর মানুষ বলে মনে করা হয়। কিন্তু এখানেও কলুষতা আছে। অন্তত এই দূষণটুকু হলেও আছেঃ "ওহ আমি একজন ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ, তাই আমি বড়..., আমি অন্য় সবার থেকে উন্নত। আমি পণ্ডিত এবং আমি সমস্ত বেদ জানি। আমি জানি কোনটা কি। আমি ব্রহ্মকে বুঝি "কারণ ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, অতএব সেও জানে। কিন্তু প্রথম শ্রেণীর ব্রাহ্মণের এই সমস্ত গুণ থাকা সত্ত্বেও সে কুলষিত। কারণ সে অহংকারীঃ "আমি এই, আমি ঐ"। এটা জড়জাগতিক পরিচয়।"
৭১০২০৪ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৬.০৩.১২-১৫ - গোরক্ষপুর