BN/710204b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যমেবৈষ বৃণুতে... নায়মাত্মা প্রবচনেন লভ্যে... (কঠোপনিষদ ১.২.২৩)। এটা বৈদিক অনুশাসন। শুধুমাত্র কথা বলে, ভালো পাঠক কিংবা ভালো বক্তা হয়ে, তুমি পরম তত্ত্বকে জানতে পারবেনা। নায়মাত্মা ন মেধয়া। যেহেতু তুমি ভালো মস্তিষ্ক পেয়েছ তাই তুমি জানতে পারবে - না। ন মেধয়া। নায়মাত্মা প্রবচনেন লভ্যে ন মেধয়া ন। তাহলে কীভাবে জানা যাবে? যমেবৈষ বৃণুতে তেন লভ্যে-লভ্যে (কঠোপনিষদ ১.২.২৩) "শুধুমাত্র সেই ব্যক্তি যিনি পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপা লাভ করেছেন, তিনিই তা জানতে পারেন।" তিনিই তা উপলব্ধি করতে পারেন। অন্যথায়, কেউ তা জানতে পারে না।"
৭১০২০৪ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৬.০৩.১২-১৫ - গোরক্ষপুর