BN/710214c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ব্রজ-জন-বল্লভ গিরি-বর-ধারী। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে রাধা-মাধব। অবশ্যই, শ্রীকৃষ্ণ সকলের সাথে সম্পর্কিত, বিশেষ করে শ্রীমতি রাধারানীর সঙ্গে। রাধা-মাধব কুঞ্জ বিহারী, তিনি রাধারানীর সঙ্গে বৃন্দাবনের বিভিন্ন কুঞ্জে আনন্দ উপভোগ করেন। এরপর যশোদা নন্দন। তিনি তার মা যশোদাকে আনন্দিত করতে চান। যশোদা-নন্দন ব্রজজন-রঞ্জন। সমস্ত ব্রজবাসীর প্রতি শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নেহপরায়ন। যশোদা মা এবং নন্দ মহারাজের পুত্র। সমস্ত প্রবীন ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে ভালোবাসে। বয়স্ক গোপ এবং গোপীরা সবাই শ্রীকৃষ্ণকে ভালোবাসে।"
৭১০২১৪ - জয় রাধা-মাধবের তাৎপর্য প্রবচন - গোরক্ষপুর