BN/710214d প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং কৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞান উপলব্ধি করা কঠিন। দুর্বোধ্যম। দুর্বোধ্যম । দুর্বোধ্যম মানে যা বোঝা খুবই খুবই কঠিন। তাই তোমাকে মহাজনদের কাছে যেতে হবে। মানুষ যা তাদের নিজেদের চেষ্টায় জানা অসম্ভব, সেটা তারা জানার চেষ্টা করে। এটা একটা মস্ত বড় ভুল। এই জন্য 'দুর্বোধ্যম' শব্দটি ব্যবহার করা হয়। ধর্ম কি, ভগবান কি, এটা জানা খুব খুব কঠিন। বৈদিক অনুশাসন হচ্ছে- এটা জানার জন্য তোমাকে একজন সদগুরুর শরণাপন্ন হতে হবে, দুর্বোধ্যম। গূহ্যম বিশুদ্ধম।" |
৩৭১০২১৪ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৬..০৩.২০-২৩ - গোরক্ষপুর |