BN/710215 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন মাতৃগর্ভ হতে আমাদের এই দেহটি যথাযথভাবে বাড়তে শুরু করে। পিতা বীজ দান করে। কিন্তু দেহের উপাদানগুলি, যেমন......।খাওয়া-দাওয়ার মাধ্যমে মা যেমন তার নিজের দেহটিকে ঠিক রাখছে, ঠিক তেমনি শিশুর দেহটিরও উন্নতি সাধন করছে গুপ্তভাবে। লুকায়িত বস্তুটির উন্নতির মাধ্যমে, বাতাস, বাতাস এই রহস্যপূর্ণ অজ্ঞাত বস্তুটিকে ঘনীভূত হতে সাহায্য করে। এটা ধীরে ধীরে মাংসপেশী, চামড়া আর হাড়ে রূপ নেয় এবং শক্ত আরো শক্ত হতে থাকে। একটি চমৎকার কর্মশালা চলতে থাকে। এটাও প্রকৃতির মাধ্যমেই হয়। আর এই প্রকৃতি শ্রীকৃষ্ণের নির্দেশনায় কাজ করছে, কাজেই চূড়ান্ত কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ।"
ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি - গোরক্ষপুর