BN/710215b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং তোমরা এই মন্ত্রটি উচ্চারণ করে পুস্পাঞ্জলি দিতে পার। আমরা একসাথে পুষ্প অর্পণ করব। প্রকৃতপক্ষে, পূজা হচ্ছে......, এটা আমার দায়িত্ব। কিন্তু সগোষ্ঠী। এখন আমি আমার পারমার্থিক পরিবারের সদস্যদের নিয়ে একসাথে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে থাকব, সগোষ্ঠী, এটাকে বলা হয় সগোষ্ঠী। ঠিক যেমন ব্যাসদেব বলেছেন, ধীমহি। তিনি সগোষ্ঠী প্রার্থনা নিবেদন করেছেন, তাঁর সমস্ত অনুসারী এবং শিষ্যদের নিয়ে, এটাই নিয়ম।"
ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি - গোরক্ষপুর