BN/710215c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"বর্তমান সময়ে, ভারতবর্ষ খুব দরিদ্র হিসেবে পরিচিত, দারিদ্র্য-পীরিত একটি দেশ। মানুষের মধ্যে এইরকম একটি মনোভাব গেঁথে গেছে যে,"তারা ভিক্ষুক। তাদের দেওয়ার মতো কিছু নেই। তারা এখানে আসে শুধু ভিক্ষা চাইতে।" প্রকৃতপক্ষে আমাদের মন্ত্রীরা সেখানে যায় কিছু চাওয়ার উদ্দেশ্য নিয়েঃ "আমাদেরকে অন্ন দাও," "গম দাও," "আমাদেরকে অর্থ দাও," "সৈন্য দাও।" এটাই তাদের উদ্দেশ্য। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ প্রথমবারের মতো তাদেরকে কিছু দিচ্ছে। এটা কোন কিছু চাওয়ার পরিকল্পনা সূচি নয়, এটা শুধু দেওয়ার কর্মসূচি। কারণ তারা এই সারবস্তু, কৃষ্ণভাবনামৃত লাভের জন্য তীব্রভাবে লালায়িত। তারা জড়জীবনকে যথেষ্ট উপভোগ করেছে।"
৭১০২১৫ -ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথি উৎসব প্রবচন ২- গোরক্ষপুর