BN/710810 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
এটিই শিষ্টাচার কিছু বলবার আগে , শিষ্যকে শ্রীগুরুদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। তো শ্রীগুরুদেবের প্রতি শ্রদ্ধা-জ্ঞাপন করা মানে তার কার্যকলাপ চিন্তা কর। কিছু কিছু কার্যকলাপ। যেমন তোমরা তোমাদের গুরুদেবের প্রতি শ্রদ্ধা-জ্ঞাপন করছ , নমস্তে সরস্বতে দেবম গৌর বাণী প্রচারিনে। এটি তোমাদের গুরুদেবের কার্য যে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন এবং তিনি সরস্বতী ঠাকুরের শিষ্য। নমস্তে সরস্বতে। এই ভাবে উচ্চারণ করতে হবে সরস্বতে, সরস্বতী নয়। সরস্বতী হচ্ছেন আমার গুরুদেব। তো তার শিষ্য হচ্ছে সরস্বতে। সারস্বত দেবম গৌরবাণী প্রচারিনে। এগুলি তার কার্যকলাপ। তোমার গুরুদেবের কার্যকলাপ কি ? তিনি কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন। এটি তার কার্য।

৭১০৮১০ - প্রবচন শ্রীমদ ভাগবত ০১ .০১ .০২ - লন্ডন