BN/710816 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
আমাদের যোগ্যতা। এবং আমরা বই এবং তত্ত্ব লিখতে চাই। শুধু দেখুন। কেউ নিজের স্থানের গণ্য করেনা। অন্ধ , একটি মানুষ হল অন্ধ আর সে বলছে , " ঠিক আছে তুমি আমার সাথে এস। আমি তোমাকে রাস্তা পার করিয়ে দেব, চলো।" এবং যদি কেউ বিশ্বাস করে , " ঠিক আছে ' সে অন্ধ। আমিও অন্ধ। তাহলে আপনি আমায় রাস্তা পারাপার করতে কি করে সাহায্য করবেন?' না , সেও অন্ধ। এটাই চলছে। একজন অন্ধ ব্যক্তি , একজন ঠকবাজ , আরেকজন ব্যক্তি অন্ধ ব্যক্তিকে ঠকাচ্ছে , ঠকাচ্ছে। সেহেতু, আমার গুরুমহারাজ বলতেন যে এই জড়জগৎ হল ঠকবাজদের এবং প্রতারকদের সমাজ। সেটাই সব। প্রতারক এবং প্রতারণার সমাহার। আমি প্রতারিত হতে চাই কারণ আমি ভগবানকে মান বোনা। যদি ভগবান থাকেন তাহলে আমি আমার পাপ কর্মের জন্য দায়ী। তাহলে চলো

আমি ভগবানকে মান বোনা :" তো এখানে কোন ভগবান নেই,' অথবা ভগবান মৃত। ' শেষ। "

৭১০৮১৬ - প্রবচন ভাগবত ০১ .০১ .০২ - লন্ডন