BN/720715 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমাদের উদ্যেশ্য হচ্ছে আমরা মায়ার সাথে যুদ্ধ করছি, লড়াই করে আমরা মায়ার ওপর বিজয় প্রাপ্ত করব, যখন আমরা এই চারটে জিনিসের দ্বারা প্রভাবিত হবনা: আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। এটাই পরীক্ষা। কাউকে অন্য কারোর থেকে ছাড়পত্র নিতে হবেনা যে সে আধ্যাত্মিক উন্নতি করছে কি না। সে নিজেই পরীক্ষা করতে পারবে 'আমি এই চার্টে জিনিসের ওপর বিজয় প্রাপ্ত করেছি কি: আহার, নিদ্ররা, ভয় এবং মৈথুন'। ব্যাস। সেটাই পরীক্ষা। এরম নয় যে খেও না, ঘুমিয়ে না, এটা করনা.. কিন্তু অল্প কর, অন্তত নিয়ন্ত্রিত ভাবে কর। একে বলে তপস্যা। আমি খেতে চাই, কিন্তু আমার নিরত্রিত ভাবে করা উচিত। আমি ইন্দ্রিয় তৃপ্তি চাই, সুতরাং আমার নিয়ন্ত্রিত ভাবে করা উচিত। এটা পূরণ বৈদিক সভ্যতা।"

৭২০৭১৫ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০১.০৫ - লন্ডন