BN/720731 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গ্লাসগো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কৃষ্ণ সর্ব-আকর্ষণীয়; অতএব, তাঁর সম্পর্কে আলোচনাও আকর্ষণীয়। আমাদের কৃষ্ণ বইয়ে কৃষ্ণ সম্পর্কে অনেক বিষয় রয়েছে, জন্ম কর্ম মে দিব্যম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ০৪/০৯ ),তাঁর জন্ম সম্পর্কে, তাঁর প্রকৃত পিতার বাড়ি থেকে অন্য পালক পিতার কাছে স্থানান্তর সম্পর্কে, তারপর কৃষ্ণের উপর অসুরদের আক্রমণ, কংস । এই সমস্ত ক্রিয়াকলাপ, যদি আমরা কেবল অধ্যয়ন করি এবং শুনি কৃষ্ণসংপ্রশ্নো, তাহলে আমরা মুক্তি পাব। কোন সন্দেহ ছাড়াই, আমাদের মুক্তি নিশ্চিত, কেবল কৃষ্ণের কথা শুনে। তাই কৃষ্ণ আসেন, এতগুলি কার্যক্রম। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা (শ্রীমদ্ভগবদ্গীতা ০৪/ ১৪ )। কৃষ্ণ বলেছেন যে তাঁর কিছুই করার নেই। তাঁকে কি করতে হবে? কিন্তু তবুও, তিনি এত অসুরকে হত্যা করছেন, তিনি অনেক ভক্তকে সুরক্ষা দিচ্ছেন। কারণ তিনি ধর্মীয় নীতি পুনর্প্রতিষ্ঠা করতে এসেছেন, তাই তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দ্বারা তিনি প্রতিষ্ঠা করেন।"
৭২০৭৩১ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০২/০৫ - গ্লাসগো