BN/730504 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
প্রভুপাদ: যখন একটা ব্রহ্মার মৃত্যু হয়, লোমশ মুনির একটা লোম পরে যায়, এরম ভাবে যখন তার সব লোম পরে যাবে, তার মৃত্যু হবে। তার এতো বিশাল..... সুতরাং তিনি একদিন সমুদ্রের পারে দাঁড়িয়ে ছিলেন এবং হরে কৃষ্ণ জপ করছিলেন। তখন নারদ মুনি তাকে বললেন, 'তুমি একটা কুটির কেন বানিয়ে নিচ্ছনা?'। তিনি বললেন, 'কতদিন আর বাঁচবো? (হাসি), এই দাঁড়িয়ে কাজ চলে যাবে। আমার কাজ শেষ করতে দিন'। আর এরা কুড়ি বছরের জন্য বাঁচবে আর অট্টালিকা বানাচ্ছে 'টক-ডং, টক-ডং, টক-ডং'। (হাসি) তা এরা গোনেনা যে 'আমি কুড়ি বা তিরিশ বছর বাঁচব'।

স্বরূপ দামোদর: তারও ঠিক নেই। প্রভুপাদ: তারও ঠিক নেই। আমি কেন এতো কষ্ট করব? এরা এতো বোকা।

৭৩০৫০৪ - প্রাতঃ ভ্রমণ - লস্‌ এঞ্জেলেস্‌