BN/730516 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যখন একজন ব্যক্তির কাছে পর্যাপ্ত পরিমান খাদ্য শস্য থাকবে তাকে ধনী মনে করা হবে, অনেকটা, মানে অনেক গুলো গাভী। ঠিক যেমন.. নন্দমহারাজ, শ্রীকৃষ্ণের পিতা, তার নয় লক্ষ্য গাভী ছিল। এবং তিনি ধনী ছিলেন। তিনি মহারাজ, রাজা ছিলেন। কিন্তু তার ব্যবহার দেখ। তার প্রিয় পুত্র, কৃষ্ণ এবং বলরামকে, তিনি গাভী আর বাছুরের খেয়াল রাখতে নিয়োজিত করেছিলেন।'বনে যাও'। তার শরীর সুন্দর পোশাকে, গয়না দিয়ে সুসজ্জিত। এবং সব গোপবালকেরাও, খুব ধনী। তাদের প্রচুর খাদ্য দ্রব্য এবং দুধ আছে। স্বাভাবিক ভাবেই তারা ধনী। এরম নয় যে গাভী আর বাছুরদের কোন চাকর খেয়াল রাখছে। না। তারা নিজেরাই খেয়াল রাখছে।"

৭৩০৫১৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৯.০২ - লস্‌ এঞ্জেলেস্‌