BN/730522 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মা যশোদা দেখছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। গোপীরাও গোপীজন বল্লভ গিরিবর ধারী (জয় রাধা মাধব)। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলছেন। ভগবান ছাড়া আর কে তা করতে পারে? তারা দেখছে, কিন্তু তাও তারা জানেনা যে সে ভগবান। 'শ্রীকৃষ্ণ কি অসাধারণ', ব্যাস। তারা জানতে চায়না শ্রীকৃষ্ণ ভগবান কি না। তারা তাকে ভালোবাসতে চায়। শ্রীকৃষ্ণ ভগবান হোক বা না হোক, কিছু যায় আসেনা। ঠিক যদি তুমি কাউকে ভালোবাস- সে ধনী, গরিব, শিক্ষিত বা অশিক্ষিত- কোন ব্যাপার নয়। তেমনি, শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের প্রেম শুদ্ধ। কোন বিচার নেই শ্রীকৃষ্ণ ভগবান কি না, তাই তারা তার সাথে নাচতে চেয়েছিল। না। শ্রীকৃষ্ণ তাদের সাথে নাচতে চেয়েছিলেন, তাই তারা এসেছিল।"

৭৩০৫২২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৯.৪০ - নিউ ইয়র্ক