BN/730821 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা আজ ব্রহ্ম সংহিতা পাঠ করেছি ,চিন্তামণি প্রকার্ সদ্মাসু কল্পবৃক্ষ লক্ষ্যভৃতেসূ সুরভির অভিপলায়নন্তম্ (ব্রহ্ম সংহিতা ৫/২৯).কৃষ্ণ গরু পালনে নিযুক্ত। তিনি গরু খুব পছন্দ করেন। সুরভী। এরা সাধারণ গরু নয়। আধ্যাত্মিক জগতে, সবকিছুই আধ্যাত্মিক। সুতরাং একটি গ্রহ আছে,গোলক নামনি্ সুতরাং এটি সর্বোচ্চ গ্রহ। গোলোক-নাম্নি নিজ-ধামনি। এটাই ব্যক্তিগত আবাস। গোলক নামনি নিজ ধামনি তলে চ তস্য (ব্রহ্ম সংহিতা ৫/৪৩)। সেই গ্রহের অধীনে, অন্যান্য গ্রহ ব্যবস্থা আছে। তাদের বলা হয়, দেবি ধাম,মহেশ ধাম ,হরি ধাম। এখন এই মহাবিশ্ব, এই বস্তুগত জগতকে বলা হয় দেবি ধাম।দেবি ধাম। এটি বস্তুগত শক্তির নিয়ন্ত্রণে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তিরেক ছায়েব্ তস্য ভুভবানী বিভারতি দুর্গা (ব্রহ্ম সংহিতা ৫/৪৪)। এই শক্তিটিও ব্যক্তিত্বপূর্ণ, যাকে দুর্গাদেবী বলা হয়। "
৭৩০৮২১ - প্রবচন ,উৎসব স্থাপন, শ্রী শ্রী রাধা গোকুলানন্দ - লন্ডন