BN/730827 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমাদের চোখের পাতা আছে, তা বন্ধ হয়। কিন্তু শ্রীবিষ্ণুর চোখ কখনো বন্ধ হয়না। তাই তাকে অনিমিষ বলে। তাই গোপীরা ব্রহ্মাকে তিরস্কার করছে,'কেন আমাদের এই চোখের পাতা দিয়েছো?' (হাসি) যখন চোখ বন্ধ হয় আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাইনা'। এটা গোপীদের ইচ্ছা, তারা শ্রীকৃষ্ণকে সবসময় দেখতে চায়, চোখের পাতা না পরে। এটা কৃষ্ণভাবনামৃত। যেই মুহূর্তে চোখের পাতা পরে, তারা সহ্য করতে পারেনা। এটা প্রকৃত কৃষ্ণভাবনামৃত।"

৭৩০৮২৭ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০১.০৪ - লন্ডন