BN/731002 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো আমাদের কর্মের জায়গাকে আমি মনে করা উচিত নয়। এটাই চলছে। ধরো তোমার একটা কৃষিজমি আছে, সেখানে অল্প বা বেশি ফসল হয়েছে। সেটা কোন ব্যাপার নয়। তেমনি, আমরা যে দেহকে কাজে লাগাচ্ছি। আমরা নিজেরা প্রতক্ষ দেখতে পারছি। বোম্বে শহরে প্রতেক্ক্যেই এই দেহ দিয়ে কাজ করছে। বোম্বেতে খুব গরিব আছে, আবার খুব ধনী ব্যক্তিও আছে। তাদের কাজ করবার একই সুবিধা আছে, কিন্তু আমরা দেখছি একজন দিন রাত খাটছে। খাওয়ারের জোগাড় হচ্ছেনা। আরেকজন অফিসে গিয়ে, বসে, হাজার হাজার টাকা রোজগার করছে। কেন? কর্ম করবার ক্ষেত্র আলাদা। বিভিন্ন দেহের জন্য।"

৭৩১০০২ - প্রবচন ভগবদ্গীতা ১৩.০৮-১২ - বোম্বে