BN/731003 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাই কৃষ্ণ বলেছেন যে জ্ঞান অর্জনের প্রক্রিয়ায় একজনকে খুব নম্র এবং বিনয়ী হতে হবে। এটিই প্রথম যোগ্যতা। এটি সত্ত্বগুণ। কিন্তু যারা রাজো-গুন এবং তমো-গুনের মধ্যে অবস্থিত, তারা বিনয়ী হতে পারে না। সেটা সম্ভব না। আবেগ এবং অজ্ঞতা। তাই একজনকে... জ্ঞান মানে একজন আসতে... একজনকে মঙ্গল, সত্ত্বগুণ, ব্রাহ্মণ্য যোগ্যতার মঞ্চে আসতে হবে। শমো দমস্তপঃ তিতিক্ষার্জবম্ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৮/৪২)।
৭৩১০০৩ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/৮-১২- বোম্বে