BN/731005 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা আমাদের তথাকথিত বাড়ি, স্ত্রী, বাচ্চাদের সাথে খুব বেশি আসক্ত। এবং এখানে জ্ঞানের অর্থ হল আসক্তিরনভিষ্বঙ্গঃ।আসক্তির। আপনার উচিত, সুতরাং, একটি নির্দিষ্ট বয়সে, বৈদিক সভ্যতা অনুসারে, একজনকে এই আসক্তি ত্যাগ করতে বাধ্য করা হয়। স্বাভাবিকভাবেই, একজন স্ত্রী, সন্তান, বাড়ির সাথে আসক্ত থাকে কিন্তু বৈদিক সভ্যতা বলছে, এটাই সব থেকে ঠিক...পঞ্চাশ বছর পর্যন্ত, আপনি আসক্ত থাকতে পারেন। কিন্তু পঞ্চাশঊর্ধ্বম্ বনম্ ব্রজেত্ :আপনার পঞ্চাশ বছর পরে, আপনাকে অবশ্যই আপনার পারিবারিক জীবন ছেড়ে দিতে হবে। বনম্ ব্রজেত্ তপস্যার জন্য বনে যাওয়া। এটাই ছিল নিয়ম । এখানে বর্তমান মুহূর্তে, পৃথিবীর সর্বত্র, যখন কেউ মারা যাচ্ছেন, তখনও তিনি তার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের সাথে আসক্ত। সেটা জ্ঞান নয়। সেটা হলো অজ্ঞতা। আপনাকে অবশ্যই বিচ্ছিন্ন হতে হবে। "
৭৩১০০৫ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/০৮-১২ - বোম্বে