BN/731006 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাই শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে জ্ঞৈয়ং যত্তৎপ্রবক্ষ্যামি:" জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য আমি তোমাকে ব্যাখ্যা করব। "যজ্জ্ঞাত্তা:" যদি তুমি সেই জ্ঞান বুঝতে পারো, তাহলে, "অমৃতম অস্নুতে," যদি কেউ সেই জ্ঞান বুঝতে পারে, সে অমর হয়ে যায়। সেটিই সমস্যা‌। জ্ঞানের প্রক্রিয়া...যা এই অধ্যায়ে ইতিমধ্যেই বলা হয়েছে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখদোষানুদর্শনম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/৯)।"
৭৩১০০৬ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ১৩/১৩ - বোম্বে