BN/731007 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন প্রহ্লাদ মহারাজ, তিনি পাঁচ বছরের শিশু ছিলেন, আর তার পিত তাকে জ্বালাতন করত, তার একমাত্র দোষ ছিল সে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত। এই পৃথিবীটাই এইভাবে তৈরী, অসুরে ভর্তি, যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার দোষে তোমার অনেক শত্রু থাকবে, এমনকি নিজের পিতাও। এই অবস্থা। কেবল এই দোষের জন্য, তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছো, বলে তোমার অনেক শত্রু আছে। এটাই পৃথিবী।"

৭৩১০০৭ - প্রবচন ভগবদ্গীতা ১৩.১৪ - বোম্বে